আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ান আম্পায়ারের নির্বোধ জ্ঞানহীন ভুল সিদ্ধান্ত ও নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণেই বাংলাদেশ দল-খুব সহজ একটি জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি বলে মনে করছেন বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বের বিশ্লেষকরা।
মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করার জন্য হাস্যকর একটি এলবি ডব্লিউ আউট দিয়েছেন অজি আম্পায়ার, এরপর রিভিউ নিলে আউট-টি বাতিল হয়ে যায়, আইসিসি নিয়মের কারণে লেগ বাই থেকে পাওয়া বাংলাদেশ চার রান থেকে বঞ্চিত হয়। এবং একাধিক হোয়াইটের সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। অর্থাৎ হোয়াইট ছিল আম্পায়ার দেয়নি।
বিশ্লেষকরা জানিয়েছে, তাওহীদ রিদয়ের এল বি ডব্লিউ টি কোন ভাবেই আউট ছিলনা, আম্পায়ার ইচ্ছাকৃতভাবে
হৃদয় কে আউট করে মাঠে বাহিরে পাঠিয়েছে, তাওহীদ থাকলে অবশ্যই ম্যাচটা বাংলাদেশ দল খুব সহজেই জিতে নিতো। আইসিসি ও আম্পিয়ারের এমন দায়িত্বজ্ঞানহীন পক্ষপাতিত্ব মূলক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার ওয়াশিম জাফরসহ ক্রিকেট বিশ্বের
তারকা খেলোয়াড়রা।