আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: আফ্রিকার এক যুবক এবারে হজে এসে মহা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে নবী মুহাম্মাদ সাঃ এর রওজা পানে তাকিয়ে থাকা একটি ছবছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে হারামাইন অনলাইন কতৃপক্ষ।
আহ, কী সে কি দরদ মাখা মায়াবী চাহনি! দীর্ঘদিন পরে আল্লাহ্ রাব্বুল আলামীনের প্রিয় হাবীব নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে! যেন বেলাল( রা:) নবীজির মসজিদের পাশে এসে দাঁড়িয়েছে। আজান দিচ্ছে আর আজানের ফাঁকে ফাঁকে মেহরাবের দিকে তাকিয়ে নবীকে খুঁজছেন।
আফ্রিকার ওই যুবকের অশ্রুসিক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অশ্রুসিক্ত ভালোবাসা দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন, অনেই কমেন্ট করে জানিয়েছেন যে নবীর প্রতি তার ভালোবাসা দেখে কান্না ধরে রাখতে পারেননি।