আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার পবিত্র হজ। আজ হাজীদের আরাফাতের ময়দানে থাকার দিন। সেলাইবিহীন শুভ্র কাপড় পড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আজ সেখানে সমবেত হবেন।
লাব্বাইক’ আল্লাহুম্মা লাব্বাইক’ লাব্বাইকা লা..শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ্ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’-এ ধ্বনিতে আজ মুখর থাকবে পুরো আরাফাতের ময়দান।
মিনায় হাজীদের জড়ো হওয়ার মধ্য দিয়েই পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ৮ জিলহজ শুক্রবার সকাল থেকেই মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছে যান। হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়ালিমরা আগের রাত থেকেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। হজযাত্রীরা বৃহস্পতিবার এশার পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওয়ানা হন।
মিনায় যাত্রার মধ্য দিয়েই হজ পালনের সূচনা শুরু হয়, যা শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে। এ বছর বাংলাদেশ থেকে যাওয়া ৮২ হাজার ৭৭২ জন হাজি শুক্রবার সারা দিন মিনার তাঁবুতে অবস্থান করেছেন।