আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নি’কৃষ্ট জা’তি ই’য়াহুদী ইসরাইল কতৃক বিধ্বস্ত গাজা উপত্যকার রাফাহ্ শহরের মধ্যে অবস্থিত একটি সামরিক পরিবহনে ফি’লিস্তিনি স্বা’ধীনতাকামী সংগঠন হা’মাস যো’দ্ধাদের অতর্কিত হামলায় কমপক্ষে আট ইস’রা’য়েলি সেনা নিহত হয়েছে।
শনিবার পশ্চিম রাফাহ শহরের তাল আস-সুলতান জেলায় এ দ’খ’ল’দা’র ই’হুদী ই’সরাইলের ওপর ভয়াবহ অতর্কিত এ হামলা পরিচালনা করে হা’মাস বাহিনী। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের এক বিবৃতির বরাতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। গত কয়েক মাসের মধ্যে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা।