
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এর কারণে সুপার এইটের শুরুটা ছিল খুবই হতাশাজনক। ফলে ভারতীয় শক্তিশালি ব্যাটিং-বোলিং লাইনআপ দলের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচটি হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই।
সেই লড়াইয়ে অধিনায়ক নাজমুল শান্তের দায়িত্বজ্ঞানহীন নির্বোধ সিদ্ধান্তে বাংলাদেশ দল প্রথমে টসে জিতে বোলিংয়ে নেমেই পড়ে যায় মহাবিপদে। শুরুতেই কোহলি রোহিতদের হাতে বেধড়ক মার খেতে থাকে শেখ মেহেদী ও মুস্তাফিজরা।
ব্যাটিং নির্ভর উইকেটে টসে জিতে ভারত কে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক নাজমুল শান্ত, মাত্র দুই পেসারকে নিয়ে বোলিংয়ে নেমে ভারতীয় ব্যাটারদের বেধড়ক পিটুনি খেয়ে ১৯৭ রানের পাহাড় সমান টার্গেট পায় বাংলাদেশ দল।
এরপর ১৯৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যর্থ ক্রিকেটার কুমার লিটন দাসের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল, শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমে যায় বাংলাদেশ দলের ইনিংস।
ফলে বিশ্বকাপের মতো আসরে ৫০ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে বিশ্বকাপের সুপার এইট থেকে একপ্রকার বিদায় নিশ্চিত করে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সমর্থকরা টাইগারদের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি, নির্বাচক পেনেল, কোচ হাতুড়ি বিদায় নিশ্চিতসহ অধিনায়ক নাজমুল শান্ত ও
লিটনদের মতো ক্রিকেটারদের যতদিন পর্যন্ত দল থেকে বাদ না দেওয়া হবে ঠিক ততদিন পর্যন্ত বাংলাদেশ দলের কোনো উন্নতি ঘটবে না বলে চরম খুব প্রকাশ করেছেন।