রিপোর্টার: আন্তর্জাতিক বিষয়ক করেসপন্ডেন্ট হুসাইন আল আজাদ” ( আওয়ার টাইমস নিউজ )
ফিলিস্তিন ডেস্ক: ফি’লিস্তিনের গাজা উপত্যকায় নি’কৃ’ষ্ট ব’র্বর ই’হুদী জাতি ই’স’রায়েলি হা’য়ে’নাদের ভয়াবহ বিমান হামলায় চিকিৎসক স্ত্রী এবং দুই সন্তানসহ আহমেদ আবু আল-আত্তা নামের ৩৪ বছর বয়সী এক ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের একটি সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গাজায় বিমান হামলায় নিহত হয় ফিলিস্তিনি ওই ফুটবলার ও তার চিকিৎসক স্ত্রীসহ তার দুই সন্তান। এ সংবাদটি প্রকাশ করা হয় গতকাল রোববার (২৩ জুন)।
আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ওই খেলোয়াড় তার স্ত্রী ওই দুই সন্তান নিয়ে গাজায় নিজ বাড়িতেই অবস্থান করে ছিলেন। এ সময় হঠাৎ করে ই’সরাইলি সেনারা বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে পিএফএ এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ফুটবলার আবু আল আত্তা (৩৪) আল-আহলি গাজা ফুটবল দলের একজন ডিফেন্ডার ছিলেন। তার স্ত্রী রুবা ইসমায়েল আবু আল-আত্তা পেশায় একজন চিকিৎসক ছিলেন।