আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলকে জিততে হবে ১২.১ ওভারের মধ্যে, সেটা বাংলাদেশ দলের পক্ষে সম্ভবও ছিল। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১০৫ রান করে পেকেট হয়ে যায় বাংলাদেশ দল। ফলে ৮ রানের জয় নিয়ে প্রথম বারের মত বিশ্বকাপের সেমিফাইনালে উত্তির্ন হয়ে ইতিহাস রচনা করলো আফগানিস্তান দল। সাথে বিশ্বকাপ থেকে বিদায় করে দিল অস্ট্রেলিয়া দলকেও।
যদিও একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ দল সেমিফাইনালে চলে যাবে আইসিসির নির্ধারণ করা ওভারের মধ্যেই, কারণ
একটা সময় বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ১৩ বলে ৩৯ রান ব্যাটিংয়ে ছিল লিটন কুমার দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু আশ্চর্যজনকভাবে এই দুই ক্রিকেটার মার মুখি ভঙ্গিতে না খেলে ডিফেন্সিভ খেলতে থাকে ঠিক তখনই সমর্থকরা বুঝে গিয়েছে বাংলাদেশ দল সেমিফাইনালে যাওয়ার জন্য খেলছে না, বরং ম্যাচটি কোনভাবে জিতে আইসিসি থেকে কিছু টাকা পাওয়ার ধান্দা করেছিল। শেষ পর্যন্ত আমও হারালো বস্তাও হারালো।
এদিকে বাংলাদেশের এমন লজ্জাজনক পরাজয় দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের তুলোধুনো করছে টাইগার সমর্থকরা।
সমর্থকরা বলছেন, বাংলাদেশ দলের নির্বোধ নির্লজ্জ বেহায়া ক্রিকেট বোর্ডের কোটাতে খেলা নির্লজ্জ বেহায়া ক্রিকেটার সৌম্য সরকার, নির্বোধ লজ্জাহীন অধিনায়ক নাজমুল শান্ত, ও স্বার্থপর ক্রিকেটার সাকিব আল হাসানদের কারণে বাংলাদেশ ক্রিকেট আজ ধ্বংসের মুখে। অনেকে মন্তব্য করেছেন তামিম থাকলে আজ হয়তো এমন অবস্থা দেখতে হতো না। তাই তারা ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন’সহ পুরো নির্বাচক পেনেল, কোচ এবং নির্লজ্জ পদত্যাগ চেয়েছেন।