আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দুই মাসের অভিযানের পর চাঁদের দক্ষিণ মেরু থেকে মাটিসহ কিছু নমুনা নিয়ে মঙ্গলবার (২৫ জুন) মঙ্গোলিয়ায় ‘চ্যাংই-৬’ যানটি পৃথিবীতে অবতরণ করেছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া তাদের একটি সংবাদ প্রতিবেদনে নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এই নভোযানটি পৃথিবীতে সফলভাবে অবতরণের মধ্য দিয়ে খুলতে পারে চাঁদের বহু অজানা রহস্যের দুয়ার। বিশেষ করে কীভাবে এত বড় গ্রহগুলো গঠিত হয়েছে, ‘চ্যাংই-৬’-এর সংগ্রহ করা নমুনাগুলো দিতে পারে তার সঠিক উত্তর।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ‘চ্যাংই-৬’ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে স্থানীয় সময় মধ্যরাত সাড়ে ১২টায় পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, চাঁদের পৃষ্ঠ খনন করার জন্য একটি ড্রিল ও রোবোটিক হাত ব্যবহার করে সেখানকার শিলা এবং মাটি সংগ্রহ করতে সফল হয়েছে আমাদের বিশেষভাবে তৈরি মহাকাশ এ নভোযানটি। ঐতিহাসিক এ মিশন শেষে একটি চীনা পতাকাও চাঁদের মাটিতে গেথে দিয়ে আসে ‘চ্যাংই-৬’নভোযানটি।