আওয়ার টাইমস নিউজ।
ইহকাল পরকালের একমাত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাথে বারবার তাওবা করার পর, সেই তাওবা বার বার ভঙ্গ করা, অর্থাৎ একজন মুমিন বান্দা আর কোনদিন গুনাহ্ করবে না বলে মহান রব আল্লাহর সাথে বার বার ওয়াদা করছে, আবার আল্লাহর সাথে করা সেই (তাওবা-ওয়াদা) ভঙ্গ করে আবারও ভয়াবহ গুনাহে নিমজ্জিত হয়ে পড়ছে, এমন ওয়াদা ভঙ্গকারীর মৃত্যু কতটা ভয়ংকর ও বীভৎস হতে পারে সেটা নিচে দেওয়া ঘটনাটি মনোযোগ সহকারে পড়ে উপলব্ধি করুন এবং মহান আল্লাহ্ রাব্বুল আলামিনকে ভয় করে একনিষ্ঠভাবে তাওবা করুন, এবং মহান রবের জাহান্নাম থেকে বাঁচুন।
মানসুর ইবনে আম্মার বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল জীবনে অনেক গুনাহ করেছিল, নিজের নফসের উপর অনেক জুলুম করেছিল অবিচার করছিল, অতঃপর সে আল্লাহ্ তায়ালার কাছে তাওবা করে, তাওবা করার পর আমি তাকে দেখতাম,সে অনেক ইবাদত করতো নামাজ পড়তো রোজা রাখতো এবং নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তো,
বিস্তারিত আসছে….