আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ পাকিস্তানে তীব্র তাপপ্রবাহে গত ছয় দিনের মধ্যে কমপক্ষে ৫৬৮ জনের মৃত্যুমৃত্যু হয়েছে। দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা কতৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানে প্রতিদিন তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে প্রায় ৩০ থেকে ৪০ জন মারা যাচ্ছে। গত মঙ্গলবার একদিনে ১৪১ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের একটি সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এদিকে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, করাচির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও, বাতাসে আদ্রতা বেড়ে যাওয়ায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অনুভব হচ্ছে। করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগ প্রধান ডাঃ ইমরান সারওয়ার শেখ বলেন, গত রোববার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন মারা গেছে। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের মধ্যে বেশিভাগের বয়স ৬০- ৭০ বছরের মধ্যে। তবে এই তালিকায় ২০ থেকে ৪৫ বছর বয়সীরাও আছেন।