আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দেশটিতে নতুন করে হওয়া এ প্রেসিডেন্ট নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত সাঈদ জালিলি। আর অন্যদিকে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী মোহাম্মদ বাঘের গালিবাফ প্রায় সমান সমান ভোট পেয়েছেন। যদিও ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন কতৃপক্ষ।
বলা হয়েছে, নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলৈ তাকে মোট ভোটের ৫০% বা তারও বেশি ভোট পেতে হবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি আজ শনিবার জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৮ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৩৮টি কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে, যেখানে সাঈদ জালিলি পেয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৩৮৬ ভোট এবং মাসুদ পেজেসকিয়ান পেয়েছেন ৪২ লাখ ৪৪ হাজার ৮১৫ ভোট।
সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ান ছাড়াও এই নির্বাচনে লড়ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোরমোহাম্মাদি। প্রতিদ্বন্দ্বিতায় থাকা এ দুই প্রার্থী যথাক্রমে ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ ভোট ও ৮০ হাজার ৫০৬ ভোট পেয়েছেন।
চলছে ভোট গণনা, চুড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু সময় ।