
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরিতে কোটা সিস্টেম বাতিলের দাবিতে অনড় অবস্থানে রয়েছে আন্দোলনরত ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার চলছে আন্দোলনের চতুর্থ দিন।
গতকাল বুধবার (৩ জুলাই) আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন।
তাদের একটাই দাবি- বৈষম্যমূলক কোটা বাতিল করতেই হবে। ঠিক একইসাথে, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই, কোটা বিরোধী আন্দোলনে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়’সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
আন্দোলনরত এইসব শিক্ষার্থীদের দাবি, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শুন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। গতকাল বুধবারও, ঢাবির প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সবাই মিলে এ আন্দোলন চালিয়ে যাবো।