
আওয়ার টাইমস নিউজ
মুসলিম বিশ্ব ডেস্ক: ফি’লিস্তিনের গাজায় দ’খলদার ই’হুদী ই’সরাইলের ভয়াবহ নিশংস ব’র্বর আগ্রাসনের প্রতিবাদে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) কয়েকজন ফি’লিস্তিনপন্থী বিক্ষোপকারী কালো রঙের ব্যানার নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে পড়ে এবং তারা সেখানে ই’সরাইলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপর পতাকাগুলো সেখানে ঝুলিয়ে দেন।
এসময়, ফি’লিস্তিনিদের ওপর দ’খ’লদার ই’সরাইলের ভয়াবহ নিশংস ব’র্বর আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। এ ঘটনায় ‘নিরাপত্তা লঙ্ঘিত’ হওয়ার অভিযোগে ওই চারজন বিক্ষোভকারীকে আটক করে অস্ট্রেলিয়া পুলিশ প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ও বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কালো পোশাক পরে বিক্ষোভকারী ওই চারজন কমপক্ষে এক ঘণ্টা পার্লামেন্ট ভবনের ছাদে অবস্থান করেছিল। সেখানে তাদেরকে মেগাফোন ব্যবহার করে বক্তব্য দিতেও দেখা গিয়েছে।
এদিকে, ফিলিস্তিনের গাজায় ই’সরাইলের হামলার ইস্যুতে আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয় সিনেটর ফা’তিমা পেইমানের পদত্যাগের ঘটনা নিয়ে চলছে তোলপাড়। এরমধ্যেই পার্লামেন্ট ভবনের ছাদে উঠে ৪ জন ফিলিস্তিন পন্থী ই’সরাইল বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটিয়েছে।