আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ১৪’তম প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ বা দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলমান এ প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশে অবস্থানকারী ইরানি নাগরিকরাও নিজ নিজ জায়গায় থেকে ইন্টারনেটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
আজ শুক্রবার (৫ জুলাই) ইরানের স্থানীয় সময় সকাল আটটায় থেকে দ্বিতীয় ধাপের এ ভোটগ্রহণ শুরু হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলি। ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
দেশটির নিয়ম অনুযায়ী, ১০ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়তেও পারে বলে জানিয়েছেন নির্বাচন কতৃপক্ষ। একই নিয়ম কার্যকর হচ্ছে বিদেশে অবস্থানরত ইরানিদের জন্যও।
এদিকে গেল শুক্রবারের প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাননি। তাই ইরানের আইন অনুযায়ী রান-অফ বা দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে নির্বাচননটি। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন ভোট পড়েছিল।