
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও উরুগুয়ের ফুটবলাররা শুধু ফাউল আর ফাউলে মেতে ছিল, ফাউলের এ ছড়াছড়ির মধ্যে আবার সমানতালে মারামারির প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করেছিলেন লাটিন আমেরিকার কোটি কোটি ফুটবলে
ভক্তরা। তবে শেষ পর্যন্ত আশাহতই হয়েছেন তারা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র না পাল্টালে আর কোনো দলই প্রত্যাশিত গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে সেলেসাওদের আশা গুঁড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে যায় ব্রাজিল থেকে তুলনামূলক বল পজিশনে পিছিয়ে থাকে উরুগুয়ে দল।
আজ রোববার (৭ জুলাই) কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যতে। এরপর টাইব্রেকারের ভাগ্যে ৪-২ গোলে জিতে যায় উরুগুয়ে।