আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের বিধ্বস্ত গাজার দক্ষিণে রাফাহ এলাকায় অভিযানের সময় হামাস যুদ্ধাদের বিধ্বংসী হামলায় নিকৃষ্ট হায়েনা ই'সরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। ই'সরাইলি সেনাবাহিনী তাদের একজন আর্মি মেজর নিহতের কথা ঘোষণা শিকার করেছেন।
রোববার (৭ জুলাই) রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর নিশ্চিত করেছে।
নিহত মেজরের নাম জালা ইব্রাহিম (২৫)। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০১তম ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন। তার বাড়ি ছিল ড্রুজ সম্প্রদায়ের শহর সাজারে। তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে।