আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: সিলেট হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বড় কোটা হলো ‘চোর কোটা’। এই চোর কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আরও আগে থেকে সব ধরনের সুবিধা পাওয়া যেতো।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি প্রশ্নফাঁস তদন্তে কমিটি গঠনের কঠোর সমালোচনা করে আরো বলেন, বাংলাদেশে কমিটিদের আমি বেশি ভয় পাই। যারা চোর, পুলিশ তাদের ধরবে। কমিটি করার দরকার কী। কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেয়া বলেও মন্তব্য করেন তিনি।