আওয়ার টাইমস নিউজ।
রহস্যময় বিশ্ব ডেস্ক: পর্বত আরোহীরা বিশাল বড় বড় পর্বত আরোহণের সময় বিভিন্ন ধরনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে থাকেন, এতে অনেক পর্বত আরোহীরাই প্রাণ হারান। বেশিরভাগ সময়ই এদের মৃতদেহ ধ্বংসস্তূপ বা বরফখণ্ডের নিচে চাপা পড়ার কারণে তা আর খুঁজে পাওয়া যায় না।
তবে এবার ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা, নিখোঁজের দীর্ঘ প্রায় ২২ বছর পর পেরুর একটি পর্বত থেকে মার্কিন এক পর্বতারোহীর মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করেছে দেশটির পুলিশ প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিল বরাত দিয়ে এনডিটিভি তাদের একটি সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, ২০০২ সালে পেরুর বরফে আবৃত হুয়াসকারানের ২২ হাজার ফুট উচ্চতার পর্বতে আরোহণ করতে যান মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল (৫৯)। এ সময় তিনি এবং তার দলটি তুষারঝড়ের কবলে পড়লে তিনি নিখোঁজ হয়ে যান, পরে স্টাম্পফলকে খুঁজে পাওয়া না গেলে, তার সন্ধানে স্পেশাল অভিযান চালানো হয়। কিন্তু তাতে তার কোন সন্ধান মেলেনি।
অবশেষে সোমবার (৮ জুলাই) তার মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করেছে পেরুর পুলিশ। তারা জানিয়েছে‘স্টাম্পফলের লাশ এতদিন তুষারের নিচে চাপা পড়ে ছিলো। মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে যাওয়ার কারণেই তার মরদেহটি দীর্ঘ ২২ বছরের পর দৃশ্যমান হয়।