
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের কিডনি চুরির সঙ্গে জড়িত আন্তর্জাতিক চক্রের অন্তত ছয় সন্দেজভাজন সদস্যকে আটক করেছে দিল্লির পুলিশ প্রশাসন। আটক ব্যক্তিদের মধ্যে তিন জন বাংলাদেশিও রয়েছেন।
দিল্লির পুলিশ জানিয়েছেন, কিডনি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় এক চিকিৎসককেও আটক করা হয়েছে। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ওই চিকিৎসকের নাম বিজ।