আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: দ'খলদার ই'হুদী ই'সরাইল কর্তৃক ফি'লিস্তিনের বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে ফিলিস্তিনের স্বা'ধী'নতাকামী সংগঠন হা'মাসের সিদ্ধান্ত মেনে নেবে ইরান সমর্থিত লেবাননের স'শস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
বুধবার (১০ জুলাই) ঠিক এমন মন্তব্যই করেছেন স'শস্ত্র সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ্। এমন খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল।
একটি টেলিভিশনে দেয়া বক্তব্যে হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহ বলেন, গাজায় দ'খলদার ই'সরাইলের হামলা বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তার সংগঠনও। নাসারাল্লাহের দাবি, অঞ্চলটির প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে হামাস। আলাদাভাবে হিজবুল্লাহর সঙ্গে হামাসের কোন আলোচনার প্রয়োজন নেই বলেও জানান হিজবুল্লাহ প্রধান।