আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
চলমান রক্তক্ষয়ী এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে কাজ করে যাচ্ছে মার্কিন প্রসাশন এমনটিও জানিয়েছেন জো বাইডেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) এ মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার লিখিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েল ও হামাস। এখন চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চলছে তৎপরতা। ইসরায়েলকে সমর্থন করলেও; যুদ্ধকালীন মন্ত্রিসভার কঠোর সমালোচনা করেছেন তিনি।