আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নিজ নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তিনি তার নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার ওপর স্নাইপার রাইফেল দিয়ে হামলা চালানো হলে রক্তাক্ত হয় ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রাণঘাতী স্নাইপার হামলা হলেও সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এ হামলায় নিহত হন সমাবেশে ট্রাম্পের পাশে থাকা এক সাধারণ নাগরিক। আর মঞ্চ থেকে নামিয়ে নেওয়ার সময় ট্রাম্পের ডান গাল ও কান থেকে রক্ত ঝরতে দেখা গিয়েছে। এদিকে ঘটনার কিছুক্ষণের মধ্যেই হামলাকারী স্নাইপারও নিহত হয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট প্রধানরা।