
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বর্তমান আওয়ামী লীগ সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১৪ জুলাই) বিকেল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে পরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় নজরুল ইসলাম খান আরো বলেন, বার বার আমরা দেখছি যে, সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। তিনি বলেন, দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতনেরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূণ্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। দ্রব্যমূ্ল্যের ঊধর্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের স্বার্থ হানিকর চুক্তি-সমঝোতা করা হচ্ছে। সীমান্ত মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে…নানা কারণে আমরা মনে করি যে, এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি, ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নেই। আর সেই এক দফার যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসেবে আজকে আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে।