আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি, আমি কাউকেই ছাড় দেয়া হবেনা।
দুর্নীতিবাজদের ধরছি বলেই এখন সবাই জানতে পারছেন। আমার বাসায় কাজ করে গেছে, সেও এখন নাকি ৪শত কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া নাকি তার চলেই না। তার অপরাধ জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।
রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তাদের থামিয়েছি। এখন আমরা দুর্নীতি নিয়ে কাজ করছি, দুর্নীতবাজদের ধরছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।