আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াইসিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে নিষ্পাপ শি'শুদের হত্যা করছে পৃথিবীর ইতিহাসে সব'চেয়ে নি'কৃষ্ট ব'র্বর জা'তি ই'হু'দী ই'সরায়েলি হা'য়েনা সেনারা।
দ'খ'লদার ইসরায়েলি হায়েনাদের এমন ব'র্বর হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে, এই স্থানটিকে ইসরায়েল পূর্ব থেকেই ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করেছিল। তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
এদিকে গাজায় নিরাপদ এলাকার ওপর ই'সরাইলের এমন ভয়াবহ ব'র্বর হামলার ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বনেতাদের দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বলেছেন, ইসরাইল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।