আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের শতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এরমধ্যে বিজয় একাত্তর হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের কয়েকটি হলে ভাংচুর করা হয়েছে।
ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। ছাত্রলীগের দাবি, তাদের ১০০ কর্মী আহত হয়েছেন। আর কোটা আন্দোলনকীদের দাবি, তাদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।