
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করা হলে তা প্রত্যাখ্যান করে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে আন্দলনরত সকল শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করা হলে তারা তা প্রত্যাখ্যান করেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেন শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন এবং ‘দালাল দালাল’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তারা বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ারও দাবি জানান।