আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে আন্দলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল এলাকায় অবস্থান নেয়। এছাড়া কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার একপাশ অবরোধ করে রাখেন তারা।
এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।