আজ টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে, আজ থেকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তবে সাংগঠনিকভাবে কোনো তৎপরতা থাকবে না, কিন্তু শিক্ষার্থীদের পাশে থাকবে-এমনটাই জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নয়াপল্টনে হয় ছাত্রদলের সংবাদ সম্মেলন। সেখানেই তিনি এসব কথা জানিয়েছেন, এ সময় তিনি আরো বলেছেন, আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল করবে ছাত্রদল।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। তাই তারাও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।