
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত মোট ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে চট্টগ্রামেই তিনজন নিহত হয়েছে, ঢাকায় দুজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনও
এদিকে রাজধানীতে সায়েন্সল্যাব মোড়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছেন, নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি।