২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

আজ নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন কোটা আন্দোলনকারীরা

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটানা বেশ কয়েকদিন ধরে দুর্বার আন্দোলন চালিয়ে যাচ্ছে, এর মধ্যে গতকাল কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন।

শিক্ষার্থীদের নিহতের ঘটনায় আজ বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা। দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোটা আন্দোলনের সমন্বয়কারী নেতারা।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ হওয়া আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য বুধবার দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন।

এবং ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে শহীদ শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ার জন্য সময়মতো চলে আসবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত