আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের রাজনীতি থেকে বেরিয়ে আসছেন রংপুরের একের পর এক ছাত্রলীগ নেতাকর্মী। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাইদের মৃত্যুর ঘটনায় আলোড়ন সৃষ্টির পর থেকেই ঘটনাটিকে ‘নৃশংস’ উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।