আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ার টাইমস নিউজ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এমনি তথ্য জানা গিয়েছে।
এদিন সবশেষ রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চারজনের মরদেহর সন্ধান পাওয়া গিয়েছে। হাসপাতালটির পরিচালক মিজানুর রহমান বলেন, মৃত ওই চারজনের মধ্যে দুজন শিক্ষার্থীর লাশ রয়েছে। দুজনের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে উত্তরায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ হলে সেখানে ২ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। বাংলাদেশ মেডিক্যালের চিকিৎসক ডা. রুকনুজ্জামান উত্তরায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।