আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খলদার ই’হুদী ই’সরাইল কর্তৃক ফি’লিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় ই’সরাইলি হা’য়েনা বাহিনীর চলমান বিমান হামলায় ওলা আল-কুর্দ নামের
৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। কিন্তু নিজের জীবনের বাতি চিরতরে বন্ধ হয়ে গেলেও মহান রব আল্লাহর অনুগ্রহে তার গর্ভের মধ্যে থাকা সন্তান অলৌকিকভাবে ঠিকই দেখেছে নিষ্ঠুর এ পৃথিবীর আলো।
অলৌকিকভাবে জন্ম নেওয়া ওই শিশু এরই মধ্যে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি হামলায় পুরো পরিবার নিহত হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওলার নবজাতক ও তার স্বামী।
এর আগে গত এপ্রিল মাসে গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় মায়ের মৃত্যুর পরও গর্ভ থেকে জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে। ঠিক তখনও বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল-সাকানি। যদিও শেষ পর্যন্ত শিশুটি মারা যায়।