আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: কোটা বিরোধী গণ আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ভয়াবহ সংঘর্ষ–সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও কমপক্ষে ৪০৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল রোববার (২৮ জুলাই) দুপুর থেকে আজ সোমবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত এ সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে সারা দেশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপি-জামায়েত নেতাকর্মীরাই বেশি রয়েছে বলে জানা গিয়েছে
দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা ১৭ জুলাই থেকে দেশের মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন। সোমবার (২৯ জুলাই) পর্যন্ত সারা দেশে মোট ১০ হাজার ২৮ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গিয়েছে।