আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী স’শস্ত্র সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সংগঠিত করার উদ্যোগ নিতে চলেছে ইরান সরকার। এ লক্ষ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে ইরান সরকার। অন্যদিকে ইরানের দিক থেকে যে কোন ধরনের হামলার জবাব দিয়ে প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে সবসময়ের ন্যায় দ’খলদার ই’হুদী ই’সরাইলকে এবারও সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ডে ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সব সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান।
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের। তেহরানের এ বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে।