আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের চলমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে ছাত্র ও যুবকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, জুলুম নির্যাতনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এ হাসিনা সরকার।
এ সময় তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনযন্ত্রকে ব্যবহার করেও কোনভাবেই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না সরকার, এবং সেটা পারবেও না। জনতার রুদ্ররোষ ক্রমেই গণবিস্ফোরণে রূপ নিচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে, কিন্তু তাদের থামাতে পারেনি। সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি। আন্দোলন বাড়ছে, আরও বাড়তেই থাকবে।
শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ছাত্র ও যুবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম করীম বলেন, ইসলামী আন্দোলন এবং সব সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত এ সরকারের পরাজয় না হয়।