আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত দেশব্যাপী অসহযোগ কঠোর কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ নেতারা মাঠে নামলেও কর্মী খুঁজে পাচ্ছেন না তারা। নেতারা বিভিন্ন স্থানে অবস্থান নিলেও কর্মিসংখ্যা একেবারেই হাতেগোনা।
এ দিকে গতকালও আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও আজ সারা দেশে জমায়েত ও আগামীকাল সোমবার শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ ছাত্রলীগ।
শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এখন দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলন ঠেকাতে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল চেয়ারে বসে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ অবস্থান নেয় দলীয় কার্যালয়ের সামনে।
এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদসহ আরো অনেকে।