আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ। এক দফা এক দাবিতে সকাল থেকেই মাঠে নামে নেমেছে আন্দোলনকারীরা। বেলা ১১টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ভয়াবহ সংঘর্ষ হলে অন্তত দুজন নিহত ও আহত অর্ধশতাধিক। এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা জামাল।
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই শুরু হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও সরকার দলীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভয়াবহ সংঘর্ষ। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গিয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সেখান স্থানীয়রা। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।