আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিদেশ থেকে দেশে ফিরেই কান্নাজড়িত কণ্ঠে কোটা বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কথা স্মরণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এয়ারপোর্টে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শহীদ আবু সাঈদ এর স্মরণে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ সময় ড. ইউনূস, শহীদ সাঈদ প্রসঙ্গে বলেন, ‘আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকে কোনো যুবক-যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে। নাহলে এর কোনো দাম নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন।
আন্দোলনে সফলতার জন্য তরুণদের প্রতি সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই।