আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর বাংলার স্বাধীনতাকামী নিরস্ত্র, সকল শ্রেণীর শিক্ষার্থী ও সাধারণ জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন স্বৈরাচার সরকার শেখ হাসিনা।
দীর্ঘ ১৬ বছর পুলিশের ওপর জমে থাকা তীব্র ক্ষোভে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানায় হামলা করে বিক্ষুব্ধ জনতা। ফলে ট্রাফিক বিভাগ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এদিকে হাসিনার পতদ্যাগের পর দিন থেকেই রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক কন্ট্রোল করছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা ও স্কুল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে দেশপ্রেমিক স্কুল শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে।
আমরা দেখেছি, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক, সায়দাবাদ কুতুবখালি, সাইনবোর্ড, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট এবং কামরাঙ্গিরচরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।
এদিকে রাতভর মন্দির, গির্জার ও সংখ্যালঘুদের বাড়ি ঘর পাহাড়া দিয়েও প্রশংসা কুড়িয়েছে কওমি মাদরাসা ছাত্ররা।
একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছেন। এ ছাড়া ওবায়দিয়া মাদরাসার পাশে বৌদ্ধ মন্দির পাহারায় রয়েছেন তারা। আর নগরীর মন্দিরগুলো সাধারণ শিক্ষার্থীরাও রাতভর পাহারারত অবস্থায় আছেন। এতে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গিয়েছে সংখ্যালঘুদের।