আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে নীরবতা ভেঙ্গে বাংলাদেশে ফেরার অঙ্গীকার করে বলেছেন, ‘আমি শিগগিরই দেশে ফিরবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ’।
আজ রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেন। খবর দ্য প্রিন্ট।
ওই বার্তায় আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকেই সরে গিয়েছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’