
আওয়ার টাইমস নিউজ।
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিট সম্মেলন শেষে দেশে এসে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৬ জুলাই) দিনগত রাত ২ টার দিকে দেশে এসে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন।