আওয়ার টাইমস নিউজ।
আওয়ার টাইমস নিউজ। বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে এখনও পর্যন্ত যারা কাজে যোগ দেননি, তাদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এর মধ্যে তারা যোগ না দিলে চাকরিতে ইচ্ছুক না বলে ধরে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
“আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন, আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য যে, গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর ঢাকাসহ অনেক জেলায় হামলার শিকার হয়েছে পুলিশ। ফলে জীবনের নিরাপত্তাসহ বেশকিছু দাবিতে গত ছয়ই অগাস্ট থেকে র্মবিরতি’ পালন করছে পুলিশ বাহিনীর সদস্যরা।