আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দাবানলের ভয়াবহ আগুনে পুড়ছে ইউরোপের দুই দেশ গ্রিস ও স্পেন। রোববার (১১ আগস্ট) গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি দু’টি বনাঞ্চলে ভয়ংকর দাবানলের তান্ডব শুরু হয়।
মূলত তীব্র বাতাসের কারণে দ্রুতই চারপাশে ছড়িয়ে যায় দাবানলের আগুন। কেবলমাত্র বার্নভাসেই পুড়ে গেছে ১০০ কিলোমিটার বনাঞ্চল। খবর, বিবিসির।