আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক বিশেষ জরুরি সংবাদ সম্মেলনের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
যদিও এই মহাসমাবেশ (২৭ জুলাই) বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চাওয়া ছিল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার। দিনটি ‘কর্মদিবস’ উল্লেখ করে এ দুই ভেন্যুতে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।
এরপর বিএনপি বুধবার রাতে জরুরি এক সংবাদ সম্মেলনের আহ্বান করে দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে এই মহাসমাবেশটি ২৮ জুলাই শুক্রবার দুপুর ২ টার দিকে করার সিদ্ধান্ত গ্ৰহন করেন।