আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: কোমলমতি ছাত্র ও সাধারণ জনতার জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে আদালত এক আদেশে কাফরুল থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানা গিয়েছে, পুলিশের গুলিতে মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল হোসেন রাজন নিহত হন। এ ঘটনায় ২৪ জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।
ওই মামলায় হাসিনা ছাড়াও তার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে।