আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার সাকিবঃ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন করে যোগ দিয়েছেন আরো চারজন উপদেষ্টা।
আজ শুক্রবার (১৬ আগস্ট) এই চার উপদেষ্টাকে শপথ পড়ান বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর ফলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
আজকে শপথ নেওয়া উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় শপথ অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ছাত্র অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাদির।