আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: নিশ্চিদ্র কঠোর নিরাপত্তায় খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার দান বাক্স খুলে পাওয়া গিয়েছে ২৮ বস্তা টাকা।
আজ শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে মসজিদের ৯টি বড় বড় দানবাক্স খোলা হয়। এরপর বস্তায় ভরে মসজিদের ২য় তলার প্লোরে ঢেলে সাড়ে ৯টা থেকে শুরু করা হয় টাকা গণনার কার্যক্রম।
জেলা প্রশাসনের তথ্য মতে, ৩ মাস ২৬ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। যেখানে ১২ জন ম্যাজিস্ট্রেট, ১৫ জন পুলিশ সদস্য ৯ জন আনসার সদস্য, ৭০ জন ব্যাংক কর্মকর্তা ও ৩০ জন সেনা দস্য উপস্থিত ছিলো। গণনা কাজে ২৪৫ মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। দিনভর গণনা শেষে রাতে মোট টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কতৃপক্ষ।
এ পাগলা মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয় এই আশা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে প্রচুর পরিমাণে দান করে থাকেন।