আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বহাদ্দারহাটে তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে স্বৈরাচার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের পরিবার।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে নগরের চান্দগাঁও থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ।
মামলায় নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর প্রকাশ বাবর আলী, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শেবাল দাস সুমন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকেও আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।
থানা সূত্রে জানা গেছে, তানভীর হত্যা মামলাসহ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৫টি খুনের মামলা ও একটি অপহরণ মামলা। তবে হাসিনার বিরুদ্ধে তানভীর হত্যা মামলাটি চট্টগ্রামে প্রথম মামলা। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।
মামলা করতে এসে কারাগারে গেলেন উপজেলা চেয়ারম্যান
এতে চট্টগ্রামের বহদ্দারহাটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশ এবং আওয়ামী লীগসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ওইদিন তিন শিক্ষার্থী নিহত হন। তাদের একজন হলো তানভীর সিদ্দিকী।